সকলশুক্রবার, ৪ জুলাই, ২০২৫ এ ৩:৫৬ AM
বিষয়: তালাক সম্পর্কিত পরামর্শের জন্য আবেদন আমি একজন বিবাহিত নারী। আমাদের মাঝে কিছু সমস্যা হয়েছে। আমার স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি আসে এবং মদ খাওয়ার জন্য আমি তার সাথে রাগারাগি করি। আমাদের মধ্যে ঝগড়া হয়। আমি রাগে তার উদ্দেশ্যে বলেছিলাম, “আমি তোমাকে তালাক দিব, এটা বলে আমি ১ তালাক বলি, তখন আমার স্বামী বলে ওঠে ২ তালাক ৩ তালাক, (যদিও আমি বুঝি না সেটা ইসলামিকভাবে তালাক হিসেবে গণ্য হয় কি না)। ।” কিন্তু সে সময় সে মদ খেয়ে কিছুটা আবোল-তাবোল অবস্থায় ছিল এবং পরে তার কথাগুলো মনে পরে ভাবে কি বলে ফেলছে, এই অবস্থায় আমি রাগ করে দু’মাস ধরে আলাদা থাকি। স্বামী অনুতপ্ত এবং আমার কাছে মাফ চাইছে বোঝার সাথে সাথেই। আমি এই ব্যাপারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এই পরিস্থিতিতে তালাক হয়েছে কি? ২. যদি তালাক হয়ে থাকে, তাহলে কি রুজুর সুযোগ আছে? ৩. আমরা এখন কি হারাম সম্পর্কের মধ্যে আছি? ৪. ইদ্দত বা অন্যান্য শর্তাদি কি আমাদের প্রযোজ্য? ৫. এই বিষয়ে আপনার পরামর্শ ও ফতোয়া জানালে উপকৃত হব। আপনার সদয় সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ।