সকলশনিবার, ৫ জুলাই, ২০২৫ এ ১১:২৫ AM
আমার স্বামী আমাকে শর্ত দিছে যে আমি বিয়ের আগে কয়টা রিলেশন করছি, কয়টা ছেলের সাথে কথা বলিছি, কারোর সাথে ফিজিক্যাল কোনো রিলেশন ছিল কিনা, এসকল কিছুর খুটিনাটি সব তাকে বলতে হবে, যদি এসকল বিষয়ের যা যা আমার মনে আছে সেগুলোর কোনো কিছু যদি না বলি বা কোনো কিছু যদি মিথ্যা বলি বা এক ফোটাও কোনো কিছু যদি না বলি তবে আমাদের তিন তালাক হয়ে যাবে, কাবিননামা বাতিল হয়ে যাবে। আমি তাকে সব সত্যই বলেছি কিছু কথা পরিবর্তন করে বলেছি যা সম্পূর্ণ সত্য না। সব সত্য বললে আমার সংসারে ঝামেলা হত, সে আমার থেকে দূরে চলে যাওয়ার আশংকা ছিল, আমি তাকে সবই বলিছি যা যা আমার মনে ছিল, তবে দু'একটা মিথ্যা না চাইতেও বলতে হয়েছে, কিছু কথা সামান্য পরিবর্তন করে বলতে হয়েছে... এখন আমার প্রশ্ন হলো, আমাদের কি তালাক হয়ে গেছে? নাকি বৈধ আছে আমাদের সম্পর্ক?? সে আমাকে এটাও বলেছে যে আমি যদি মিথ্যা বলি সে তো জানতে পারবে না, তবুও যদি ওমন টা করি তবে তালাক হয়ে যাবে।