সকলশনিবার, ৫ জুলাই, ২০২৫ এ ১১:২৬ AM
আমার স্বামী আমাকে বিয়ের পরে শর্ত দিয়েছে: “তুমি বিয়ের আগে যদি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করো, কথা বলো বা শারীরিক কিছু করে থাকো, তাহলে সব কিছু আমাকে খুলে বলতে হবে। যদি কিছু গোপন করো বা মিথ্যা বলো, তাহলে তিন তালাক পড়ে যাবে।” আমি প্রায় সব বলেছি, তবে কিছু কথা অল্প পরিবর্তন করে বলেছি, আর কিছু হয়তো মনে না থাকায় বা দুশ্চিন্তায় গোপন করেছি। আমার স্বামী এখনো এসব জানে না। এখন আমার প্রশ্ন হলো: এই শর্ত অনুযায়ী কি তিন তালাক পড়ে গেছে? নাকি এখনো আমাদের সম্পর্ক বৈধ আছে? দয়া করে কুরআন-হাদীস ও ফিকহ অনুযায়ী বিস্তারিতভাবে জানালে উপকৃত হবো।