সকলরবিবার, ৬ জুলাই, ২০২৫ এ ১২:০৭ PM
আমার প্রশ্নটি হল তালাক সম্পর্কে, কোন এক রাগারাগির কারনে স্ত্রী যদি স্বামীকে বলে আমাকে তালাক দেন তখন স্বামী যদি স্ত্রীকে বলে তুমি যে আমার কাছে তালাক চাইলে তুমি কি বুঝো তালাক মানে কি, বা তালাকের গুরুত্ব কি। তালাক সম্পর্কে তোমার কোন ধারণা আছে? তখন স্ত্রী বলে আমার ভুল হয়ে গেছে। এই যে স্বামী স্ত্রীর কথোপকথনের মধ্যে স্বামী তালাক শব্দটি উচ্চারণ করেছে স্ত্রীর সামনে, (এখানে স্বামীর তালাক দেওয়ার কোন নিয়ত বা উদ্দেশ্য ছিল না) এই ক্ষেত্রে কি তালাক পতিত হবে?তালাক পতিত হলে কয় তালাক পতিত হবে? এবং কিভাবে এখন স্বামী-স্ত্রী আবার একসঙ্গে বসবাস করতে পারবে এই নিয়ে প্রশ্ন ছিল