সকলশুক্রবার, ১১ জুলাই, ২০২৫ এ ১২:০৭ AM
আসসালামুয়ালাইকুম আমি একটি কোম্পানিতে কাজ করি যার নাম DXN। এটি একটি হেলথ প্রোডাক্ট ভিত্তিক কোম্পানি। এখানে আমরা নিজেদের ব্যবহারের জন্য বা বিক্রির জন্য প্রোডাক্ট কিনলে Point Value (PV) পাই। যদি আমার অধীনে জয়েন করে (যাকে ডাউনলাইন বলে), এবং সে প্রোডাক্ট কিনে, তখন সে নিজে তার সম্পূর্ণ PV পায়—এর থেকে কিছু কাটা হয় না। তবে কোম্পানির নিয়ম অনুযায়ী, তার করা PV আমার PV-এর সাথে যুক্ত হয়, যার ফলে আমার পজিশন বা লেভেল বেড়ে যায়। এই লেভেল বৃদ্ধির মাধ্যমে আমি নির্দিষ্ট হারে ইনকাম পেয়ে থাকি। একইভাবে, আমারও উপরে (আপলাইন) কেউ থাকলে—আমার PV তার PV-এর সাথে যুক্ত হয় এবং তারও পজিশন বাড়ে, এবং সেই অনুযায়ী তারও ইনকাম হয়। কেউ শুধু জয়েন করলেই কোনো ইনকাম হয় না, ইনকাম হয় শুধুমাত্র প্রোডাক্ট কেনাকাটার ভিত্তিতে, PV তৈরি হলে। এই ইনকাম পদ্ধতি শরীয়তের দৃষ্টিতে হালাল কি না, নাকি হারাম বা সন্দেহজনক – দয়া করে বিস্তারিতভাবে জানালে উপকার হতো।