সকলসোমবার, ৭ এপ্রিল, ২০২৫ এ ৬:২১ PM
প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার একটি পারিবারিক বিষয় নিয়ে গোপনে ইসলামি শরীয়ত অনুযায়ী পরামর্শ প্রয়োজন। আমার বিয়ে হয় ২৮-০৪-২০১৭ তারিখে। আমার এক কন্যাসন্তান আছে, তার জন্ম ৩১-০১-২০১৮। পারিবারিক কিছু সমস্যার কারণে ২০২১ সালে আমার স্বামী ও তার পরিবার একটি ডিভোর্স পেপার তৈরি করে। আমরা কোর্টে যাইনি। ডিভোর্স পেপারে প্রথমে স্বামীর পক্ষ থেকে তার বাসায় স্বাক্ষর নেওয়া হয়, পরে আমার বাসা থেকে আমার স্বাক্ষর নেওয়া হয়। এরপর আমার কাবিনের টাকা পরিশোধ করা হয়। কিন্তু আমার স্বামী কখনো মুখে বা লিখিতভাবে সরাসরি আমাকে “তালাক” বলেনি বা পাঠায়নি। শুধুমাত্র ওই ডিভোর্স পেপারে সই করেছে। বর্তমানে সে আরেকজনকে বিয়ে করেছে এবং তাদের সংসারে দুটি কন্যাসন্তান হয়েছে। কিন্তু আমি এখনো আর কোনো বিয়ে করিনি। এখন আমি জানতে চাই: ১. এই ডিভোর্স কি ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ তালাক হিসেবে গণ্য হবে? ২. যদি তালাক হয়েছে ধরে নেওয়া হয়, তাহলে আমি কি আবার তাকে বিয়ে করতে পারি? ৩. যদি ইসলামি শরীয়ত মতে তালাক সম্পূর্ণ না হয়, তাহলে বর্তমান অবস্থায় আমাদের সম্পর্ক কি এখনও বৈধ বিবাহের মধ্যে গণ্য হবে? ৪. আমার করণীয় কী? আমি বিষয়টি খুব গোপনে জানতে চাই। দয়া করে ইসলামি শরীয়তের আলোকে সঠিক পরামর্শ দিন। জাযাকুমুল্লাহু খাইরান।