সকলবুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ এ ৮:০৯ PM
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি একজন মেয়ে এবং জন্ম থেকেই আমার নাক একটু মোটা। ছোটবেলা থেকে অনেক মানুষ আমার নাক নিয়ে উপহাস করে, বাজে মন্তব্য করে। এখন আমার বয়স বেড়েছে, কিন্তু এই মন্তব্যগুলো আমার আত্মবিশ্বাস নষ্ট করে দিয়েছে। আমি আয়নায় নিজের দিকে তাকাতে কষ্ট পাই, অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ি। আমি কখনো নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য অপারেশন করতে চাইনি। কিন্তু এখন ভাবছি, যদি একটু নাক ঠিক করিয়ে আত্মবিশ্বাস ফিরে পাই — তাহলে হয়তো আমি শান্তি পাব। আমার প্রশ্ন হলো: এই অবস্থায় কি আমি নাকের প্লাস্টিক সার্জারি করাতে পারি? এটা কি শরিয়তের দৃষ্টিতে হালাল হবে? আমি আল্লাহর আদেশের বাইরে কিছু করতে চাই না। জাযাকাল্লাহ খাইর।