সকলশুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ এ ৭:৪৩ PM
--- প্রশ্ন: (অনুগ্রহ করে আমার নাম বা প্রশ্নটি প্রকাশ করবেন না) আমি বিবাহিত একজন নারী। আমার স্বামী রাগের সময় মাঝে মাঝে বলে — “তুই তোর রাস্তা মাপ”, “তোর সাথে আমার হবে না”, “চলে যা”, “থাকা লাগবে না” ইত্যাদি। একবার আমি বলেছিলাম, “তুমি আমার স্বামী না”, তখন সে বলেছিল, “ঠিক আছে”। পরে আমি বলেছিলাম, “এভাবে বললে তো তালাক হয়ে যায়”, তখন সে বলেছিল, “তাহলে কি আমাদের তালাক হয়ে গেছে?আমাদের সম্পর্ক ত নাই,এখন কি হবে তখন কিছুক্ষণের মধ্যে আবার সব স্বাভাবিক হয়ে যায়। এরকম কথাবার্তা কয়েকবার হয়েছে। পরে আমি তাকে জিজ্ঞেস করেছি, সে কি তালাকের নিয়তে এসব বলেছে? সে বলেছে, “তার মনে পড়ে না, তালাকের নিয়তে বলেছে কি না।” আমার প্রশ্ন হলো: ১. এই ধরনের কথাবার্তায় কি তালাক পতিত হয়েছে? ২. আমাদের বৈবাহিক সম্পর্ক কি এখনো বহাল আছে? ৩. এখন আমাদের করণীয় কী? (আমি অনুরোধ করছি, আমার নাম ও প্রশ্নটি প্রকাশ করবেন না।)