সকলশনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ এ ৪:১৫ AM
বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চাচ্ছি। কিছুদিন আগে আমি রাগের মাথায় আমার স্ত্রীকে মুখে তিনবার তালাক দিয়েছি। আমি বলেছি: "আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম" — একসাথে একবারেই তিনবার উচ্চারণ করি। আমি তখন খুব রেগে ছিলাম, নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। এখন জানতে চাই: এই তিন তালাক কি শরীয়ত অনুযায়ী কার্যকর হয়েছে? যদি কার্যকর হয়ে থাকে, তাহলে কি আমার স্ত্রীকে আবার বিয়ে করা সম্ভব? হালালার বিধান ও সঠিক পদ্ধতি কী? আমার আবেদন, দলীলসহ শরীয়তের দৃষ্টিতে পরামর্শ দিলে উপকৃত হবো। নিবেদক: [Ifaan] [আপনার ঠিকানা (ইচ্ছা হলে)] মাযহাব: হানাফি