সকলবুধবার, ৭ মে, ২০২৫ এ ২:৩১ PM
আসসালামুয়ালাইকুম খুব চিন্তিত হয়ে পোস্ট করছি দয়া করে পুরোটা ভালো করে পড়ে উত্তর জানাবেন প্লিজ । আমার যখন আঠারো বছর তখন আমি একজন মহিলার শরীরে তার ঘুমন্ত অবস্থায় শয়তানের প্ররোচনায় সম্পূর্ণ অজ্ঞতার বসবর্তী হয়ে উত্তেজিত হয়ে স্পর্শ করি অন্য কিছু না। উল্লেখ্য তখন আমার হুরমাত সম্পর্কে কোনো ধারণা ছিল না ঘটনাটি সম্পূর্ণ আমার অজ্ঞতার ফলে ঘটেছিল। আমি হুরমাত সম্পর্কে দুইদিন আগে জানতে পারি।উক্ত ঘটনার কারনে আমি লজ্জিত অনুতপ্ত এবং খাস দিলে তওবা করেছি এবং ভবিষ্যতে আর কখনো যেন এমন কিছু না করি আল্লাহর কাছে তা ওয়াদা করেছি। আমি কিছুদিন আগে বিয়ে করেছি এবং আমার স্ত্রী সম্পর্কে ওই মহিলার আপন ভাগ্নি। আমার পূর্বের ঘটনার কারণে কি আমাদের বিয়েতে কোনো সমস্যা হবে? আমি সম্পূর্ণ শয়তানের প্ররোচনায় অজ্ঞতার বসবর্তী হয়ে উক্ত কাজটি করেছি যার কারণে আমি তখন থেকেই অনুতপ্ত। দয়া করে জানাবেন 😔 বিঃদ্রঃ আর স্পর্শ কাপড়ের উপর দিয়ে হয়েছে কিন্তু উষ্ণতা অনুভব হয়েছে কিনা ঠিক মনে নেই এছাড়াও স্পর্শের দ্বারা উত্তেজনা বেড়েছিল কিনা সেটাও নিয়েও সন্দিহান আমি,আসলে পর্ন ভিডিও দেখার কারণে আগে থেকেই উত্তেজিত ছিলাম।