সকলবুধবার, ২১ মে, ২০২৫ এ ৬:১১ AM
প্রশ্ন: আমি একদিন প্রচণ্ড রাগের মাথায় আমার স্ত্রীকে তালাকের কথা মুখে বলে ফেলি। আমি তখন খুব রেগে ছিলাম এবং কয়বার বলেছিলাম, ঠিক মনে নেই। তবে কিছুক্ষণ পর আমরা আবার একসাথে থাকি এবং দাম্পত্য জীবন চালিয়ে যাই। আমি তখন জানতাম না যে মুখে তালাক বললেও তা কার্যকর হয়ে যায়। এ অবস্থায় জানতে চাচ্ছি: ১. আমার তালাক কি কার্যকর হয়েছে? ২. যদি হয়ে থাকে, তাহলে আমরা যেভাবে একসাথে থেকেছি, তা শরিয়তসম্মত ছিল কি না? ৩. এখন আমাদের সম্পর্ক কী অবস্থায় আছে? ৪. যদি তালাক হয়ে থাকে, তাহলে কি রুজু হয়েছিল বলে ধরা হবে? দয়া করে কুরআন-সুন্নাহর আলোকে বিস্তারিত জানাবেন।