সকলবৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ এ ৪:২১ PM
আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামী রাগের মাথায় আমাকে তিনবার “তালাক, তালাক, তালাক” বলে। প্রথম দুইবার গর্ভাবস্থার আগে মোবাইল ফোনে বলেছে, আর তৃতীয়বার গর্ভাবস্থায়, আবার ফোনেই বলেছে। বর্তমানে সে বলছে সে তালাক দেয়নি বা তালাক হয়নি এবং আমাকে রাখতে চায়। আমাদের সন্তান হয়েছে, আমি সংসার রক্ষা করতে চাই। আমি জানতে চাই: ১. এই অবস্থায় আমাদের মধ্যে তালাক হয়েছে কি না? ২. যদি তালাক হয়ে গিয়ে থাকে, তাহলে আবার একসাথে হওয়ার শরয়ী উপায় কী? ৩. যদি তালাক এখনো না হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে কীভাবে সতর্ক থাকা উচিত? বিস্তারিত অবস্থা: তিনবার “তালাক, তালাক, তালাক” বলেছে — কিন্তু সাক্ষী ছিল না। ফোনে বলেছে, লিখিত কিছু নেই। সে এখন অস্বীকার করে এবং বলে তালাক হয়নি, রাখতে চায়। আমি তালাকের কথা শুনেছি, কিন্তু সে এখন তা অস্বীকার করছে। আমি গর্ভাবস্থায় ছিলাম একবার, এবং তখনও সে তালাক বলেছে। আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি চাই সব ঠিক হয়ে যাক। কুরআন ও হাদীসের আলোকে সঠিক দিকনির্দেশনা দিলে কৃতজ্ঞ থাকব।