সকলমঙ্গলবার, ৩ জুন, ২০২৫ এ ১১:১২ AM
বিষয়: তালাক সম্পর্কিত একটি জরুরি মাসআলা জানার আবেদন বরাবর, মাননীয় মুফতি সাহেব, দারুল ইফতা (প্রতিষ্ঠানের নাম) আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী। প্রায় ৪ বছর আগে আমি আমার পছন্দের একজন পুরুষকে ২ জন সাক্ষীর উপস্থিতিতে শরিয়াহ মোতাবেক বিবাহ করি। সে সময় আমি বাবা-মায়ে অনুমতি নেইনি, কিন্তু আমি প্রাপ্তবয়স্ক ছিলাম এবং আমরা উভয়ই রাজি ছিলাম। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস করেছি এবং শারীরিক সম্পর্কও হয়েছে। আমাদের সম্পর্কের মাঝে সুখ ও ভালবাসা ছিল। কিন্তু সম্প্রতি আমাদের মাঝে মনোমালিন্য শুরু হয় এবং ঝগড়া চলতে থাকে। একপর্যায়ে আমি রেগে গিয়ে আমার স্বামীকে জোর করে বলি “তুমি তালাক দাও”। রাগ ও কষ্টে তিনি একসাথে তিনবার বলেন: “তালাক, তালাক, তালাক”। তিনি এখন বলেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে তালাক দিতে চাননি, বরং আমি তাকে জোর করেছিলাম এবং তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। আমরা উভয়েই এখন একসাথে থাকতে চাই এবং সংসার টিকিয়ে রাখতে আগ্রহী। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই: 1. আমাদের এই তিন তালাক শরিয়াহ মোতাবেক কার্যকর হয়েছে কি না? 2. এটি এক তালাক হিসেবে গন্য হবে, নাকি তিন তালাক বলে বিবাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে? 3. এখন আমাদের একসাথে থাকা কি বৈধ হবে? 4. আমাদের ক্ষেত্রে হালালাহ বা নতুন বিবাহ প্রয়োজন হবে কি? আমি আপনার শরিয়াহসম্মত দিকনির্দেশনার অপেক্ষায় আছি। আল্লাহ্ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিন।