সকলমঙ্গলবার, ৩ জুন, ২০২৫ এ ৩:৪৫ PM
অবশ্যই ভাই। নিচে আপনার পাঠানো প্রশ্নের একটি পরিষ্কার, সুন্দরভাবে লেখা কপি (কপি-পেস্ট উপযোগী) ফরম্যাট দিচ্ছি — আপনি চাইলে এটি সরাসরি কোনো ফতোয়া বিভাগে পাঠাতে পারবেন (যেমনঃ Darulifta, Fatwa Board, etc)। --- ✅ বাংলা ফতোয়ার জন্য প্রস্তুত প্রশ্ন (কপি করুন): প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার এক চাচি আছেন, তিনি দাবি করেন যে আমি ছোট থাকতে (সম্ভবত ১ বা ২ বার) তার সন্তানকে দুধ খাওয়ানোর সময় আমাকেও সামান্য মুখে দুধ দিয়েছেন। তিনি নিজেও নিশ্চিত নন কতবার দিয়েছেন। আমার মা বলেন, আমি মূলত তখন তার (আমার মায়ের) দুধই খেতাম এবং চাচির দেওয়া দুধ হলেও সেটা খুব অল্প সময় ও পরিস্থিতিতে খাওয়া হয়েছে। 📌 এখন আমার প্রশ্ন হলো: 👉 এই অবস্থায় শরিয়ত অনুযায়ী, আমার ও ওই চাচির মেয়ের মধ্যে দুধ সম্পর্ক গড়ে উঠেছে কি না? 👉 যদি না গড়ে উঠে, তাহলে আমি কি তাকে বিবাহ করতে পারব? দয়া করে কোরআন ও সহিহ হাদীসের আলোকে বিষয়টি পরিস্কার করে জানালে কৃতজ্ঞ থাকব। ---