সকলবুধবার, ৪ জুন, ২০২৫ এ ৬:০৭ PM
এই ছেলে অতিমাত্রায় রেগে যায়। রাগের সময় পাগলের মত করে। ওই সময় তার নিজের উপর নিজের কোন নিয়ন্ত্রণ থাকেনা। সে শিক্ষিত হয়েও তখন অশিক্ষিত, মূর্খ আর নাদান হয়ে যায়। স্বামী -স্ত্রীর সম্পর্ক অনেক ভালো, অনেক মহব্বত আছে। সংসারের নানান রকম ঝগড়া ঝামেলার মধ্যে মা ও বৌ এর মধ্যে কোন ভারসাম্য রাখার চেষ্টা করে না, বরঞ্চ সবকিছুতে সে পাগলামি শুরু করে দেয় আর তখনই এরকম তিনবার তিন রকম ভিন্ন পরিস্থিতিতে সে তালাক দিয়েছে। কিন্তু ঝগড়া থামার পর রাগ ঠিক হওয়ার পর সে নরমাল, কখনো সে বউকে ছাড়া নিজেকে এক মুহূর্ত ভাবতেও পারে না। দুই বছরের একটা ছেলে আছে। সন্তান ও সংসারের প্রতি স্বামী-স্ত্রী উভয়েই যত্নশীল। শুধুমাত্র সমস্যা হচ্ছে স্বামী রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, রাগের সময় স্বামী পাগল হয়ে যায়। আরি ফালতু কথাটা বারবার উচ্চারণ করে। এখন যখন তিনবার বলার পর তালাক হয়ে যায় বুঝতে পারছে, তখন সে অনুতপ্ত, কান্নাকাটি করছে, বারবার এই সমস্যা সারানোর চেষ্টা করছে যে, সে মা আর বউকে হুমকি দেওয়ার জন্যই বলেছে, সে এটার গুরুত্ব অনুধাবন করেনি আর এখন অনেক কান্নাকাটি করছে। উভয়েই সংসার করতে আগ্রহী।