সকলমঙ্গলবার, ১০ জুন, ২০২৫ এ ১:৩৯ AM
আসসালামু আলাইকুম, আমি আমার স্ত্রীকে এক মাসে ২ তালাক বলি। শুধু তালাক বলি। একবার মেসেজ এ ১০ তারিখ আর একবার মোবাইলে কথা বলার সময় ১৪ তারিখ। আমার কোন নিয়ত ছিলো না বলার কিন্তু আমার রাগ এতোটাই বেশি হইয়ে গেছিলো যে আমি কন্ট্রোল করতে পারি নাই। এর পর একদিন বলি এই মুহুর্ত থেকে তোমার সাথে আজ এই মুহুর্ত থেকে আমি সংসার ভেংগে দিলাম। এটাও আমি তালাক এর নিয়তে বলি নাই। এই কথাটা শুধু ভয় দেখানো জন্য বলেছিলাম। এর পর আমরা স্বাভাবিক জীবন শুরু করেছি। আল্লাহ রহমতে ভালো আছি। কিন্তু এখন আমার স্ত্রী বলছে আমাদের তালাক হইয়া গেছে। এই চিন্তা থেকে সে বের হতে পারছে না। এখন আমার প্রশ্ন হইলো সত্যিই কি আমাদের তালাক হইয়েগেছে? আমাদের এখন করনীয় কি?