بسم الله الرحمن الرحيم

Muharram 17, 1447h July 12, 2025

menu

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা
Center For Research And Islamic Studies, Dhaka

public/icons8-arrow-back-96.pngসকল
শুক্রবার, ১৩ জুন, ২০২৫ এ ৮:০৬ PM

76.

নাম: এক মুসলিম বোন (নাম প্রকাশে অনিচ্ছুক) বিষয়: ফোনে সাক্ষীসহ গোপনে বিবাহের হুকুম প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর ভয়ে হারাম সম্পর্ক থেকে বাঁচার উদ্দেশ্যে আমার BF-কে বিয়ে করি। আমাদের বিয়েটা হয়েছিল ফোনে। ঘটনার বিবরণ এইরকম: আমি (মেয়ে), আমার BF (বর্তমানে স্বামী), এবং ২ জন সাক্ষী — সবাই ছিলাম আলাদা জায়গায়, কিন্তু ফোন কলে যুক্ত ছিলাম। ছেলেটি আমাকে বলে: “আমি এত টাকা দেনমোহর ধার্য করে আপনাকে বিয়ে করলাম, আপনি রাজি?” আমি উত্তর দেই: “আলহামদুলিল্লাহ”। দুইজন পুরুষ সাক্ষী আমাদের কথোপকথন (ইজাব ও কবুল) স্পষ্টভাবে শুনেছে। আমি এখনো কুমারী এবং প্রাপ্তবয়স্ক। আমার পরিবার বা ওয়ালী (বাবা) এ বিষয়ে জানে না। 📌 প্রশ্ন: শরিয়াহ অনুযায়ী আমাদের এই বিয়ে কি সহীহ হয়েছে? হানাফি মাজহাব অনুসারে উত্তর জানালে উপকারে আসবে। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।

Copyright © 2024

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা All rights reserved

Login