সকলশুক্রবার, ১৩ জুন, ২০২৫ এ ১০:১৭ PM
আসসালামু আলাইকুম, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শ চাই। আমি একজন মহিলা, বাংলাদেশ থেকে। আজ দুপুরে আমার স্বামী আমাকে আলাদা আলাদা করে ৬ বার “তালাক” বলেছেন। আমি তা তার মুখ থেকে সরাসরি শুনেছি। তিনি বলছেন যে এটা রাগের মাথায় বলা হয়েছে, তার নিয়ত ছিল না। আমরা গত ১ বছর ধরে কোনো দাম্পত্য সম্পর্কেও নেই। অনেকদিন ধরেই একসাথে থাকি না। আমার প্রশ্ন হলো — এই অবস্থায় ইসলাম অনুযায়ী কি ৩ তালাক সম্পন্ন হয়ে গেছে? আমি কি এখনো তার স্ত্রী? আর রুজু (ফেরত যাওয়া) কি সম্ভব? আপনার দোয়া ও উত্তর কাম্য।