بسم الله الرحمن الرحيم

Muharram 17, 1447h July 12, 2025

menu

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা
Center For Research And Islamic Studies, Dhaka

public/icons8-arrow-back-96.pngসকল
রবিবার, ১৫ জুন, ২০২৫ এ ৩:৩৫ AM

79.

বিষয়ঃ তালাক বিষয়ক জরুরি ফতোয়া প্রয়োজন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি আমার স্বামীর দেওয়া একটি তালাক নিয়ে ইসলামিক নির্দেশনা জানতে চাই। আমার স্বামী ও আমি সকালে থেকেই মানসিক চাপ ও ভুল বোঝাবুঝির মধ্যে ছিলাম। অনেকক্ষণ ধরে রাগ জমে থাকার পর, এক পর্যায়ে তিনি চরম রাগের মুহূর্তে হঠাৎ করে আমাকে বলেন: "তালাক, তালাক, তালাক" — একটানা এক বসায়। এই সময়ে আমাদের মধ্যে কেউ ছিল না, শুধু আমি ও উনি। তিনি এখন বলছেন, তিনি চরম আবেগ ও রাগের সময় এই কথা বলেছেন এবং পুরোপুরি বুঝে বা ইচ্ছা করে তালাক দিতে চাননি। এখন তিনি অনুতপ্ত এবং এই সম্পর্ক রাখতে চান। আমাদের প্রশ্নগুলো হলো: 1. এই তালাক তিনটি তালাক হিসেবে গণ্য হবে, নাকি একটিমাত্র? 2. এই তালাক আদৌ কার্যকর হয়েছে কি না, তা জানতে চাই — কারণ তা রাগের সময় বলা হয়েছিল। 3. ইসলাম অনুযায়ী, আমরা কি এখনো স্বামী-স্ত্রী অবস্থায় আছি?

Copyright © 2024

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা All rights reserved

Login