সকলসোমবার, ১৬ জুন, ২০২৫ এ ৩:১৮ PM
আসসালামু আলাইকুম হুজুর। ১.স্ত্রীর সাথে অনেকবার কথা কাটাকাটি হয়েছে। আমি কয়েকবার কথা কাটাকাটির সময় আমার স্ত্রীকে বলেছি আমি তোমাকে তালাক দিবো।আরেকদিন বলেছি আমি তোমাকে এখনই তিন তালাক দিবো।এত তারিখে তোমাকে ডিভোর্স লেটার পাঠায় দেব। উল্লেখ্য যে একদম সম্পূর্ন নিশ্চিত যে আমি আমার স্ত্রীকে কখনো বলিনি তালাক দিয়েছি। ২.আমি আগে শুধু জানতাম তিন তালাক দিলাম বললেই তালাক হয. কয়েকবার কথা কাটাকাটিতে বলায় আমি বলেছি তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই তুমি চলে যাও। তুমি আমার কেউ না। কিন্ত আমার নিয়ত মনে নাই।যতটুকু মনে হচ্ছে আমি আমার স্ত্রীকে তালাকের উদ্দেশ্যে এসব বলিনি। ৩. আমি যখন জানতে পারলাম যে আমি তোমাকে ছেড়ে দিলাম বললেই তালাক হয়ে যায় তখন থেকে আমার মনে সন্দেহ হচ্ছে আমি আমার স্ত্রীকে একথা বলেছি। তাই এ ব্যাপারে যখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি আমার স্ত্রীও এ ব্যাপারে অনিশ্চিত। তবে আমার মন সায় দেয় বেশি যে আমি এই কথাটা বলিনি। আমাদের কি তালাক হয়ে গেছে??