সকলমঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ এ ৭:০৬ PM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামী বিদেশে থাকেন। কালকে টুকটাক বিষয় নিয়ে জামেলা হয় রাগের সময় সে ফোনে আমাকে “তালাক, তালাক, তালাক” বলে ফেলে। কিছুক্ষন পর ফোন নিজেই দিয়ে সে নিজেই বলে, সে রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিল, তালাক দিতে চায়নি, এবং সে কী বলেছে তাও মনে ছিল না। অস্বীকার করে কান্নাকাটি করছে আর বলে আমি আসলে রাগের মাথায় কি কি বলি নিজেও জানি না,,, এমনি ও আমার হাসব্যান্ড প্রচুর রাগী,, জগড়া হলে অনেক কিছু বলে পরে আবার ঠিক হয়ে যায় নিজেই বলে আমার মাথা ঠিক ছিল না,, কাল ও অনেক কান্নাকাটি করছে তালাক বলে ক্ষমা চাইছে আমার কাছে অনেক বার এখন সে অনুতপ্ত,,, বলে রাগের মাথায় বলে ফেলছি মন থেকে বলিনাই,, আমি জানতে চাই — এই অবস্থায় ইসলামের দৃষ্টিতে কি তালাক হয়েছে? আমাদের বৈবাহিক সম্পর্ক এখনো বৈধ আছে কি না? দয়া করে শরিয়াহ অনুযায়ী আমাকে সঠিক ফতোয়া দিন। জাজাকাল্লাহু খাইরান।