بسم الله الرحمن الرحيم

Muharram 17, 1447h July 12, 2025

menu

সেন্টার ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ, ঢাকা
Center For Research And Islamic Studies, Dhaka

সকলQnA
ঈমান-আকিদা
ইসলামি ইতিহাস
তাফসির
ইলম
বিদআত
পবিত্রতা
নামাজ
জানাজার নামাজ
তিলাওয়াতে সিজদা
জাকাত
উশর ও খারাজ
রোজা
হজ
বিবাহ
দুধপান
তালাক
ভরণ-পোষণ
সংগীত
Back

Back

102. বিষয়: তালাক সম্পর্কিত পরামর্শের জন্য আবেদন আমি একজন বিবাহিত নারী। আমাদের মাঝে কিছু সমস্যা হয়েছে। আমার স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি আসে এবং মদ খাওয়ার জন্য আমি তার সাথে রাগারাগি করি। আমাদের মধ্যে ঝগড়া হয়। আমি রাগে তার উদ্দেশ্যে বলেছিলাম, “আমি তোমাকে তালাক দিব, এটা বলে আমি ১ তালাক বলি, তখন আমার স্বামী বলে ওঠে ২ তালাক ৩ তালাক, (যদিও আমি বুঝি না সেটা ইসলামিকভাবে তালাক হিসেবে গণ্য হয় কি না)। ।” কিন্তু সে সময় সে মদ খেয়ে কিছুটা আবোল-তাবোল অবস্থায় ছিল এবং পরে তার কথাগুলো মনে পরে ভাবে কি বলে ফেলছে, এই অবস্থায় আমি রাগ করে দু’মাস ধরে আলাদা থাকি। স্বামী অনুতপ্ত এবং আমার কাছে মাফ চাইছে বোঝার সাথে সাথেই। আমি এই ব্যাপারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এই পরিস্থিতিতে তালাক হয়েছে কি? ২. যদি তালাক হয়ে থাকে, তাহলে কি রুজুর সুযোগ আছে? ৩. আমরা এখন কি হারাম সম্পর্কের মধ্যে আছি? ৪. ইদ্দত বা অন্যান্য শর্তাদি কি আমাদের প্রযোজ্য? ৫. এই বিষয়ে আপনার পরামর্শ ও ফতোয়া জানালে উপকৃত হব। আপনার সদয় সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ।

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ এ ৩:৫৬ AM

94. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামী বিদেশে থাকেন। কালকে টুকটাক বিষয় নিয়ে জামেলা হয় রাগের সময় সে ফোনে আমাকে “তালাক, তালাক, তালাক” বলে ফেলে। কিছুক্ষন পর ফোন নিজেই দিয়ে সে নিজেই বলে, সে রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিল, তালাক দিতে চায়নি, এবং সে কী বলেছে তাও মনে ছিল না। অস্বীকার করে কান্নাকাটি করছে আর বলে আমি আসলে রাগের মাথায় কি কি বলি নিজেও জানি না,,, এমনি ও আমার হাসব্যান্ড প্রচুর রাগী,, জগড়া হলে অনেক কিছু বলে পরে আবার ঠিক হয়ে যায় নিজেই বলে আমার মাথা ঠিক ছিল না,, কাল ও অনেক কান্নাকাটি করছে তালাক বলে ক্ষমা চাইছে আমার কাছে অনেক বার এখন সে অনুতপ্ত,,, বলে রাগের মাথায় বলে ফেলছি মন থেকে বলিনাই,, আমি জানতে চাই — এই অবস্থায় ইসলামের দৃষ্টিতে কি তালাক হয়েছে? আমাদের বৈবাহিক সম্পর্ক এখনো বৈধ আছে কি না? দয়া করে শরিয়াহ অনুযায়ী আমাকে সঠিক ফতোয়া দিন। জাজাকাল্লাহু খাইরান।

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ এ ৭:০৬ PM

82. এক ভাই চারবছর আগে বিয়ে করেছে। বিয়ের তিন মাস পরে জানতে পারে তার স্ত্রী (স্ত্রীর দ্বিতীয় বিবাহ) প্রেগন্যান্ট, এরপরে তারা এবরশন করে ফেলে। চারবছরে তাঁদের সংসারে আরেকটি তিনবছরের বাচ্চাও আছে, এখন ঐ ভাইয়ের বিবাহ কী সহী হয়েছিল?

সোমবার, ১৬ জুন, ২০২৫ এ ৭:৫৮ PM

76. নাম: এক মুসলিম বোন (নাম প্রকাশে অনিচ্ছুক) বিষয়: ফোনে সাক্ষীসহ গোপনে বিবাহের হুকুম প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর ভয়ে হারাম সম্পর্ক থেকে বাঁচার উদ্দেশ্যে আমার BF-কে বিয়ে করি। আমাদের বিয়েটা হয়েছিল ফোনে। ঘটনার বিবরণ এইরকম: আমি (মেয়ে), আমার BF (বর্তমানে স্বামী), এবং ২ জন সাক্ষী — সবাই ছিলাম আলাদা জায়গায়, কিন্তু ফোন কলে যুক্ত ছিলাম। ছেলেটি আমাকে বলে: “আমি এত টাকা দেনমোহর ধার্য করে আপনাকে বিয়ে করলাম, আপনি রাজি?” আমি উত্তর দেই: “আলহামদুলিল্লাহ”। দুইজন পুরুষ সাক্ষী আমাদের কথোপকথন (ইজাব ও কবুল) স্পষ্টভাবে শুনেছে। আমি এখনো কুমারী এবং প্রাপ্তবয়স্ক। আমার পরিবার বা ওয়ালী (বাবা) এ বিষয়ে জানে না। 📌 প্রশ্ন: শরিয়াহ অনুযায়ী আমাদের এই বিয়ে কি সহীহ হয়েছে? হানাফি মাজহাব অনুসারে উত্তর জানালে উপকারে আসবে। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।

শুক্রবার, ১৩ জুন, ২০২৫ এ ৮:০৬ PM

72. 📜 তালাক সংক্রান্ত ইসলামি পরামর্শ চেয়ে আবেদনপত্র বিষয়: তালাক সংক্রান্ত আমার অবস্থার শরীয়তের আলোকে সঠিক ব্যাখ্যা ও পরামর্শ প্রার্থনা প্রাপক: সম্মানিত মুফতি সাহেব/আলেমে দ্বীন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি একজন মুসলিম পুরুষ, আমার বিবাহিত জীবনের পাঁচটি বছর অতিক্রান্ত হয়েছে। আমার স্ত্রীর সঙ্গে এই সময়ে প্রায় বিশ বারের বেশি ছোট-বড় ঝগড়া, মনোমালিন্য এবং মাঝে মাঝে হাতাহাতি পর্যন্ত হয়েছে। আমাদের উভয় পরিবারের (আমার বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি) পক্ষ থেকে বহুবার মীমাংসার চেষ্টা করা হয়েছে এবং তারা তখন পর্যন্ত আমাদের সংসার টিকিয়ে রেখেছেন। আমাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে এক বছর। আমি তাকে খুব ভালোবাসি এবং তার সুন্দর ভবিষ্যতের কথা ভেবে আমি সত্যিই চাই যে, আমার সংসার টিকে থাকুক। কিন্তু প্রায় ছয় দিন আগে, এক তীব্র ঝগড়ার সময় আমি চরম রাগের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখে একাধিকবার "তালাক, তালাক, তালাক" শব্দটি উচ্চারণ করেছি (স্মরণে থাকলে ৩ বারের বেশি বলা হয়েছিল)। এটি বলার সময় আমি খুবই উত্তেজিত অবস্থায় ছিলাম এবং পুরোপুরি সংবরণহীন অবস্থায় এই শব্দ উচ্চারণ করেছি। আমি এখন আমার ভুল বুঝতে পারছি। আমার কোনো পূর্ব পরিকল্পনা বা ইচ্ছা ছিল না তালাক দেয়ার। আমি আবারো সংসার করতে চাই, বিশেষ করে আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। তাই আমি আপনার নিকট শ্রদ্ধার সাথে আবেদন করছি: ⚖️ এই অবস্থায় ইসলামি শরীয়তের দৃষ্টিতে আমার স্ত্রীর সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক এখনো বহাল আছে কি না? আমি কি পুনরায় স্ত্রীকে গ্রহণ করতে পারি? না কি এই তালাক কার্যকর হয়েছে? আমি শরীয়ত অনুযায়ী সঠিক পথ অনুসরণ করতে চাই এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করছি। আশা করি আপনি কুরআন-সুন্নাহর আলোকে দয়া করে আমার অবস্থার বিস্তারিত বিচার করে আমাকে একটি স্পষ্ট মতামত দিবেন। আবেদনকারী: [আপনার নাম] [যোগাযোগ নম্বর, যদি প্রয়োজন হয়] [স্থান, তারিখ] والسلام مع الدعاء

সোমবার, ৯ জুন, ২০২৫ এ ১১:৪৩ PM

68. অবশ্যই ভাই। নিচে আপনার পাঠানো প্রশ্নের একটি পরিষ্কার, সুন্দরভাবে লেখা কপি (কপি-পেস্ট উপযোগী) ফরম্যাট দিচ্ছি — আপনি চাইলে এটি সরাসরি কোনো ফতোয়া বিভাগে পাঠাতে পারবেন (যেমনঃ Darulifta, Fatwa Board, etc)। --- ✅ বাংলা ফতোয়ার জন্য প্রস্তুত প্রশ্ন (কপি করুন): প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার এক চাচি আছেন, তিনি দাবি করেন যে আমি ছোট থাকতে (সম্ভবত ১ বা ২ বার) তার সন্তানকে দুধ খাওয়ানোর সময় আমাকেও সামান্য মুখে দুধ দিয়েছেন। তিনি নিজেও নিশ্চিত নন কতবার দিয়েছেন। আমার মা বলেন, আমি মূলত তখন তার (আমার মায়ের) দুধই খেতাম এবং চাচির দেওয়া দুধ হলেও সেটা খুব অল্প সময় ও পরিস্থিতিতে খাওয়া হয়েছে। 📌 এখন আমার প্রশ্ন হলো: 👉 এই অবস্থায় শরিয়ত অনুযায়ী, আমার ও ওই চাচির মেয়ের মধ্যে দুধ সম্পর্ক গড়ে উঠেছে কি না? 👉 যদি না গড়ে উঠে, তাহলে আমি কি তাকে বিবাহ করতে পারব? দয়া করে কোরআন ও সহিহ হাদীসের আলোকে বিষয়টি পরিস্কার করে জানালে কৃতজ্ঞ থাকব। ---

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ এ ৩:৪৫ PM

67. বিষয়: তালাক সম্পর্কিত একটি জরুরি মাসআলা জানার আবেদন বরাবর, মাননীয় মুফতি সাহেব, দারুল ইফতা (প্রতিষ্ঠানের নাম) আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী। প্রায় ৪ বছর আগে আমি আমার পছন্দের একজন পুরুষকে ২ জন সাক্ষীর উপস্থিতিতে শরিয়াহ মোতাবেক বিবাহ করি। সে সময় আমি বাবা-মায়ে অনুমতি নেইনি, কিন্তু আমি প্রাপ্তবয়স্ক ছিলাম এবং আমরা উভয়ই রাজি ছিলাম। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস করেছি এবং শারীরিক সম্পর্কও হয়েছে। আমাদের সম্পর্কের মাঝে সুখ ও ভালবাসা ছিল। কিন্তু সম্প্রতি আমাদের মাঝে মনোমালিন্য শুরু হয় এবং ঝগড়া চলতে থাকে। একপর্যায়ে আমি রেগে গিয়ে আমার স্বামীকে জোর করে বলি “তুমি তালাক দাও”। রাগ ও কষ্টে তিনি একসাথে তিনবার বলেন: “তালাক, তালাক, তালাক”। তিনি এখন বলেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে তালাক দিতে চাননি, বরং আমি তাকে জোর করেছিলাম এবং তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। আমরা উভয়েই এখন একসাথে থাকতে চাই এবং সংসার টিকিয়ে রাখতে আগ্রহী। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই: 1. আমাদের এই তিন তালাক শরিয়াহ মোতাবেক কার্যকর হয়েছে কি না? 2. এটি এক তালাক হিসেবে গন্য হবে, নাকি তিন তালাক বলে বিবাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে? 3. এখন আমাদের একসাথে থাকা কি বৈধ হবে? 4. আমাদের ক্ষেত্রে হালালাহ বা নতুন বিবাহ প্রয়োজন হবে কি? আমি আপনার শরিয়াহসম্মত দিকনির্দেশনার অপেক্ষায় আছি। আল্লাহ্‌ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিন।

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ এ ১১:১২ AM

66. বিষয়: তালাক সম্পর্কিত একটি জরুরি মাসআলা জানার আবেদন বরাবর, মাননীয় মুফতি সাহেব, দারুল ইফতা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী। প্রায় ৪ বছর আগে আমি আমার পছন্দের একজন পুরুষকে ২ জন সাক্ষীর উপস্থিতিতে শরিয়াহ মোতাবেক বিবাহ করি। সে সময় আমার বাবা-মা এই বিয়ের অনুমতি দেননি, কিন্তু আমি প্রাপ্তবয়স্ক ছিলাম এবং আমরা উভয়ই রাজি ছিলাম। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস করেছি এবং শারীরিক সম্পর্কও হয়েছে। আমাদের সম্পর্কের মাঝে সুখ ও ভালবাসা ছিল। কিন্তু সম্প্রতি আমাদের মাঝে মনোমালিন্য শুরু হয় এবং ঝগড়া চলতে থাকে। একপর্যায়ে আমি রেগে গিয়ে আমার স্বামীকে জোর করে বলি “তুমি তালাক দাও”। রাগ ও কষ্টে তিনি একসাথে তিনবার বলেন: “তালাক, তালাক, তালাক”। তিনি এখন বলেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে তালাক দিতে চাননি, বরং আমি তাকে জোর করেছিলাম এবং তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। আমরা উভয়েই এখন একসাথে থাকতে চাই এবং সংসার টিকিয়ে রাখতে আগ্রহী। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই: 1. আমাদের এই তিন তালাক শরিয়াহ মোতাবেক কার্যকর হয়েছে কি না? 2. এটি এক তালাক হিসেবে গন্য হবে, নাকি তিন তালাক বলে বিবাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে? 3. এখন আমাদের একসাথে থাকা কি বৈধ হবে? 4. আমাদের ক্ষেত্রে হালালাহ বা নতুন বিবাহ প্রয়োজন হবে কি? আমি আপনার শরিয়াহসম্মত দিকনির্দেশনার অপেক্ষায় আছি। আল্লাহ্‌ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিন।

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ এ ১১:০৫ AM

63. বিবাহের ক্ষেত্রে যদি সাক্ষী মনে রেখে বিয়ে করা হয় তাহলে কি বিবাহ বৈধ হবে

শুক্রবার, ৩০ মে, ২০২৫ এ ৭:১৩ PM

59. একজন বিবাহিত মেয়ে তার স্বামীর জন্য পা ও শরীর হাত বুক এইসবের লোম কাটাতে পারবে ?

বুধবার, ২৮ মে, ২০২৫ এ ১:৪৪ PM

54. আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামী রাগের মাথায় আমাকে তিনবার “তালাক, তালাক, তালাক” বলে। প্রথম দুইবার গর্ভাবস্থার আগে মোবাইল ফোনে বলেছে, আর তৃতীয়বার গর্ভাবস্থায়, আবার ফোনেই বলেছে। বর্তমানে সে বলছে সে তালাক দেয়নি বা তালাক হয়নি এবং আমাকে রাখতে চায়। আমাদের সন্তান হয়েছে, আমি সংসার রক্ষা করতে চাই। আমি জানতে চাই: ১. এই অবস্থায় আমাদের মধ্যে তালাক হয়েছে কি না? ২. যদি তালাক হয়ে গিয়ে থাকে, তাহলে আবার একসাথে হওয়ার শরয়ী উপায় কী? ৩. যদি তালাক এখনো না হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে কীভাবে সতর্ক থাকা উচিত? বিস্তারিত অবস্থা: তিনবার “তালাক, তালাক, তালাক” বলেছে — কিন্তু সাক্ষী ছিল না। ফোনে বলেছে, লিখিত কিছু নেই। সে এখন অস্বীকার করে এবং বলে তালাক হয়নি, রাখতে চায়। আমি তালাকের কথা শুনেছি, কিন্তু সে এখন তা অস্বীকার করছে। আমি গর্ভাবস্থায় ছিলাম একবার, এবং তখনও সে তালাক বলেছে। আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি চাই সব ঠিক হয়ে যাক। কুরআন ও হাদীসের আলোকে সঠিক দিকনির্দেশনা দিলে কৃতজ্ঞ থাকব।

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ এ ৪:২১ PM

53. ধন্যবাদ আপনি বিষয়টি পরিষ্কার করলেন। তাহলে এখন নিচে আপনার সঠিক ঘটনার ভিত্তিতে হালনাগাদ করা প্রশ্নের খসড়া দিচ্ছি — আপনি এটি সরাসরি কপি করে darulifta-bd.com বা অন্য যে কোনো অনলাইন ফতোয়া সাইটে পাঠাতে পারেন। --- প্রশ্নের খসড়া (বাংলায়): প্রশ্নঃ আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামী রাগের মাথায় আমাকে তিনবার “তালাক, তালাক, তালাক” বলে। প্রথম দুইবার গর্ভাবস্থার আগে মোবাইল ফোনে বলেছে, আর তৃতীয়বার গর্ভাবস্থায়, আবার ফোনেই বলেছে। বর্তমানে সে বলছে সে তালাক দেয়নি বা তালাক হয়নি এবং আমাকে রাখতে চায়। আমাদের সন্তান হয়েছে, আমি সংসার রক্ষা করতে চাই। আমি জানতে চাই: ১. এই অবস্থায় আমাদের মধ্যে তালাক হয়েছে কি না? ২. যদি তালাক হয়ে গিয়ে থাকে, তাহলে আবার একসাথে হওয়ার শরয়ী উপায় কী? ৩. যদি তালাক এখনো না হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে কীভাবে সতর্ক থাকা উচিত? বিস্তারিত অবস্থা: তিনবার “তালাক, তালাক, তালাক” বলেছে — কিন্তু সাক্ষী ছিল না। ফোনে বলেছে, লিখিত কিছু নেই। সে এখন অস্বীকার করে এবং বলে তালাক হয়নি, রাখতে চায়। আমি তালাকের কথা শুনেছি, কিন্তু সে এখন তা অস্বীকার করছে। আমি গর্ভাবস্থায় ছিলাম একবার, এবং তখনও সে তালাক বলেছে। আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি চাই সব ঠিক হয়ে যাক। কুরআন ও হাদীসের আলোকে সঠিক দিকনির্দেশনা দিলে কৃতজ্ঞ থাকব

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ এ ৪:১৭ PM

47. আমি বিবাহিত। কিছুদিন আগে আমি স্ত্রীর একটি মেসেজ পড়ে খুব রেগে যাই। তখন আমি একা ছিলাম, স্ত্রী আমার সামনে ছিল না, সে শুনেওনি। রাগের মাথায় আমি মুখে বলে ফেলি: “তোমাকে এক তালাক দিলাম” — কিন্তু আমি তখন সত্যি তালাক দিতে চাইনি। কোনো লিখিত তালাক দেইনি, এবং সে তখন জানতও না।

শনিবার, ১৭ মে, ২০২৫ এ ১১:২১ AM

35. --- প্রশ্ন: (অনুগ্রহ করে আমার নাম বা প্রশ্নটি প্রকাশ করবেন না) আমি বিবাহিত একজন নারী। আমার স্বামী রাগের সময় মাঝে মাঝে বলে — “তুই তোর রাস্তা মাপ”, “তোর সাথে আমার হবে না”, “চলে যা”, “থাকা লাগবে না” ইত্যাদি। একবার আমি বলেছিলাম, “তুমি আমার স্বামী না”, তখন সে বলেছিল, “ঠিক আছে”। পরে আমি বলেছিলাম, “এভাবে বললে তো তালাক হয়ে যায়”, তখন সে বলেছিল, “তাহলে কি আমাদের তালাক হয়ে গেছে?আমাদের সম্পর্ক ত নাই,এখন কি হবে তখন কিছুক্ষণের মধ্যে আবার সব স্বাভাবিক হয়ে যায়। এরকম কথাবার্তা কয়েকবার হয়েছে। পরে আমি তাকে জিজ্ঞেস করেছি, সে কি তালাকের নিয়তে এসব বলেছে? সে বলেছে, “তার মনে পড়ে না, তালাকের নিয়তে বলেছে কি না।” আমার প্রশ্ন হলো: ১. এই ধরনের কথাবার্তায় কি তালাক পতিত হয়েছে? ২. আমাদের বৈবাহিক সম্পর্ক কি এখনো বহাল আছে? ৩. এখন আমাদের করণীয় কী? (আমি অনুরোধ করছি, আমার নাম ও প্রশ্নটি প্রকাশ করবেন না।)

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ এ ৭:৪৩ PM

26. প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার একটি পারিবারিক বিষয় নিয়ে গোপনে ইসলামি শরীয়ত অনুযায়ী পরামর্শ প্রয়োজন। আমার বিয়ে হয় ২৮-০৪-২০১৭ তারিখে। আমার এক কন্যাসন্তান আছে, তার জন্ম ৩১-০১-২০১৮। পারিবারিক কিছু সমস্যার কারণে ২০২১ সালে আমার স্বামী ও তার পরিবার একটি ডিভোর্স পেপার তৈরি করে। আমরা কোর্টে যাইনি। ডিভোর্স পেপারে প্রথমে স্বামীর পক্ষ থেকে তার বাসায় স্বাক্ষর নেওয়া হয়, পরে আমার বাসা থেকে আমার স্বাক্ষর নেওয়া হয়। এরপর আমার কাবিনের টাকা পরিশোধ করা হয়। কিন্তু আমার স্বামী কখনো মুখে বা লিখিতভাবে সরাসরি আমাকে “তালাক” বলেনি বা পাঠায়নি। শুধুমাত্র ওই ডিভোর্স পেপারে সই করেছে। বর্তমানে সে আরেকজনকে বিয়ে করেছে এবং তাদের সংসারে দুটি কন্যাসন্তান হয়েছে। কিন্তু আমি এখনো আর কোনো বিয়ে করিনি। এখন আমি জানতে চাই: ১. এই ডিভোর্স কি ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ তালাক হিসেবে গণ্য হবে? ২. যদি তালাক হয়েছে ধরে নেওয়া হয়, তাহলে আমি কি আবার তাকে বিয়ে করতে পারি? ৩. যদি ইসলামি শরীয়ত মতে তালাক সম্পূর্ণ না হয়, তাহলে বর্তমান অবস্থায় আমাদের সম্পর্ক কি এখনও বৈধ বিবাহের মধ্যে গণ্য হবে? ৪. আমার করণীয় কী? আমি বিষয়টি খুব গোপনে জানতে চাই। দয়া করে ইসলামি শরীয়তের আলোকে সঠিক পরামর্শ দিন। জাযাকুমুল্লাহু খাইরান।

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ এ ৬:২১ PM

নামাজ

12. স্ত্রীর চিকিৎসার খরচ কে বহন করবে? প্রশ্ন : স্ত্রীর চিকিৎসা খরচ বহন করা স্বামীর ওপর আবশ্যক কি না ?

حامدا ومصليا উত্তর : বিবাহ বন্ধনের কারণে স্ত্রীর ভরণ-পোষণ প্রদান করা স্বামীর ওপর আবশ্যক। পূর্বেকার ফুকাহায়ে কেরাম রাহি. জীবনের ম

আরো..

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ এ ৮:২১ PM